বের করে দেবো এইটুকু ভাবি তোকে
আড়াল সরিয়ে সামনে দাঁড়ালে
আবার প্রথম শুরু হয়ে যায় ধ্যানে
তোমাকে ভাসায় এ যাবত কালে।


এইবার শেষ আর যে হবে না
চাইনা ধরতে হৃদয়ে এমন বাজি,
আমিও চাইনা ভুল মানুষের
পাল্লায় পরে ধুঁকতে হয়না রাজি।


তবুও মোহের মাধুরী মিশিয়ে
হৃদয়ের ঘুণ কেটে কেটে যায়,
দেহের ভেতর হয়েছে খোলসে
তাকে ছাড়া মন ভাবে না আমায়।