যতকাল ধরে বাঙালির মুখ সৎ মুখরোচ হবে,
ততকাল ধরে মুজিবের হাসি বাংলার বুকে রবে।
যতকাল ধরে সত্যের সাথে বাঙালি করবে বাস,
ততকাল রবে শেখ মুজিবের গর্জন ইতিহাস।


যতকাল ধরে গাছের শাখায় ফুটবে বনের ফুল,
ততকাল যেন জাতির জনক থাকবে সর্বকূল।
যতকাল ধরে গাছের পাতায় থাকবে সবুজ রং,
ততকাল ধরে শেখ মুজিবকে হে! ভুলবে না বরং।
যতকাল ধরে আকাশ বাতাস গাইবে পাখিরা গান,
বাংলার এই আনাচে কানাচে হবে তার সম্মান।


যতকাল ধরে ওই আকাশের মেলবে পায়রা ডানা,
ততকাল যেন মুজিব নামটি লইতে হবে না মানা।
যতকাল ধরে শহীদের ঋণে শ্রদ্ধা ভরাবে দিল,
ততকাল ধরে কৃর্তি তোমার থাকবে উচ্চ শীল।
যতকাল ধরে এই প্রকৃতির অতি চলবে আবহমান,
ততকাল রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


সত্য চাপিয়ে রাখতে পারে না উঠবে ঠিকই ভোর,
কেউ মনে ধরে না রাখে রাখুক মুজিব তুমি অমর।


- মুসা