বাংলা কবিতা প্লটে সাত বছর হয়েছে
সাতটি বছর ধরে হেঁটে হেঁটে ঘুরে।
মনের মত গলেছি কত কি বলেছি
কতজন হারিয়েছে বেদনায় পুড়ে।


কত লোকের দেখায় কত চেনা হলো!
কত সুন্দর কথায় মন ভরে গেলো,
কত অসহ্য কথায় মন ভেঙ্গে গেছে
ধুলো কে সোনা করেছি মননে কুড়ালো।


পথের মাঝে দেখেছি পথিক কেঁদেছে
মুখে প্রতিবাদ করা সাহস জাগেনি!
একা একা ঘরে এসে সাইটে ঢুকেছি
তাদের অশ্রুর ফোটা কলমে লিখেছি।


সাতটি বছরে যারা হয়েছে আপন
তাদের জন্য জানাই গোলাপী শুভেচ্ছা
বর্ষার গাছের নিচে কদমের হাসি
তাদের জন্য দিলাম , নিয়ে নিন আচ্ছা।


যারা আমার বিপক্ষে মিছিল করেছে
তাদের জন্য বলছি এসো মোর ঘরে,
তোমার জন্য রেখেছি কিছু কিছু ফুল
তোমাদের হাতে দেবো একমুঠো ভরে।