বাংলার যত খাঁটি মানুষ
ভুলবে না আর মুজিব তোমায়,
এই বাংলার মাঠ,আকাশে
তোমার কথা রাখে সঞ্চয়।
কৃষক, জেলে রাখাল, শ্রমিক
আছে যত কামার, কুমার,
তাদের কাছে শুনছি তোমায়
বলতে গিয়ে হয়না শুমার।


তুমি মুজিব চির মুজিব
বাংলার সুর্য বাংলার প্রাণ,
আর কে বলো হতে পারে
কোন বাঙালি তোমার সমান।
কোন জানোয়ার নেভায় প্রদীপ
ওরা কি আর মায়ের ছেলে,
সবকটা ঐ হিংস্র পশু
তাদের ভেতর রক্ত খেলে।


মুজিব তুমি জেগে আছো
আমার হৃদয় বলে যে দেয়,
লক্ষ মুজিব তোমার ঘরে
তোমার হয়ে রয় ইশারায়।
মুজিব তুমি বাংলার বুকে
সোনার মুকুট থাকবে হয়ে,
যতদিন ঐ আকাশ বাতাস
এই বাংলায় যাবে বয়ে।