এই বাংলার কদম ফেললে খুঁজে পাই যে প্রান্তর,
সবখান জুড়ে সবখানে আছে বঙ্গবন্ধুর ঘর।
কোথায় গাছের শাখায় শাখায় ফুলেও পাপড়ি খুলে,
হেথা বাঙালীর পরিচয় নিয়ে প্রসঙ্গ কেউ তুলে।
সেখানে কেবল শেখ মুজিবের দেশজুড়ে কথা বলে,
সেই সংগ্রাম এখনো গড়ায় নদীরও কলকলে।


বলেই কেবল আমাদের পিতা বঙ্গবন্ধু মুজিব,
স্রষ্টার কাছে বড় অনুদান পাতায় পাতায় সজীব।
ফুল পাখি গাছ নদী নালা মাঠ শহর কিংবা চর,
সবখানে আছে বঙ্গবন্ধু সব খানে তার ঘর।


কৃষকের মনে জেলেদের মনে সত্য উচ্চতর,
সেখানে রয়েছে আমাদের পিতা শেখ মুজিবের‌ ঘর।
খেটে খাওয়ার মানুষের মনে শিক্ষক আর জ্ঞানী,
শেখ মুজিবুর স্থান পেয়েছে উচ্চতরেই জানি।
দেশের জনক রবে চিরদিন রবেন জনম ভর,
খাঁটি মানুষের মনের কোণায় শেখ মুজিবের ঘর।