যেই বাঙালির জন্ম না হলে এই বাঙালির
পরিচয় খুঁজে পেতোনা বাঙালি
এই মাঠ ঘাট অগোছালো হয়ে  পরগাছা কোনো
শক্তির কাছে নিভিয়ে মেধাকে থাকতেই চুপ।


সাধারণ কোনো মানুষেরই কথা অসাধারণ যে
সৃষ্টির পিতা কেনে বাঙালিরা  ভুলে যায় কবে?
তবুও দুঃখ নামের একটি ইতিহাস হয়ে
চোখের অশ্রু জল আজো বয় পদ্মা মেঘনা যমুনা
নদীতে (১৯৭৫-১৫-৮)YY-DD,MM


এই জাতি মুখে নাম পেয়েছিল বাঙালির নামে
এই জাতি তার দেশটা পেয়েছে যার উছিলায়
এই সাধারণ মানুষের কাছে যিনি দেবদূত
এই মানুষের জন্য তরই খুব ছিলো মায়া
এই বাঙালির মাথার উপর ধরেছে ছাতাটি
সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে
পরাশক্তির কাছে নিরাপদ হয়ে থাকি এই
বাঙালির কাছে চির অমলিন ভালোবাসা হয়ে
বাঙালি জাতির জনক আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান যার শতবর্ষের উপলক্ষেই আমার পরম
শ্রদ্ধা রেখেছি মাথা নিচু করে একটি মিনিট
রাখি নিরবতা
- মোঃ মুসা