নদীর কাছে চেয়েছি যতটুকু জল
তার থেকে বেশি দেখি জলাশয়ে মল,
আমার কন্ঠ তৃষ্ণার্ত পিপাসে কাতর
নদীত মানা করেনি জলতো অচল।


জলতো নয় দেখছি অনেকটা মল
জলে এত মল থাকে কেমেনই বল,
মানুষ জনের মল জলের ভেতর
জল বলছে সহজে পেটের ফসল।


সাদা জলে মল ছাড়ে ফালতুর দল
সাদা জলে মল ছাড়া সহজ পন্থায় ,
সহজ সরল পেয়ে নোংরা করে কারা
অজ্ঞাত হয়ে তারাই কেমন বন্ধায়।


নদীর করেছি পাড়ে জলের প্রার্থনা
নদী বলেছে আমাকে অশুদ্ধ ব্রামন,
আমি করিনি কিছু বাহ্যিকে আঁকার
বিশ্বস্ত পথিক ছুঁলো স্পর্শই অমন।


আকুতি মিনতি করি ওরে সাদা জল
তোর কেন এতমল শুধু ঘোলাজল,
স্লাণ করিব এখন শুকনো দেহের
দুঃখ গুলি দূর হবে কি করি যে বল।


আমি সহজ সরল আমাকে ঠকায়
অভিলাষে হাতগুলি ব্যাবস্থা করায়,
সুন্দর হাতের তালু ছোঁয়নি অনেক
মলিন হয়েছি আজ ভালোর খরায়।