চরের বুকে নেমেছে শহরে নীল অত্যুক্তি
গাছ গাছালি সবুজে শাড়ির আঁচলে গাঁথা,
যেখানে ছিলনা সুস্থ রাস্তাঘাট নিকষিত
জুড়িয়ে আসেনি আগে নীরব চোখের পাতা।


রাস্তার শরীর ছিলে রোগে আক্রান্ত ব্যাধিতে
ঔষধ দিলেন এক সৃষ্টির মাতৃ নায়ক,
সকল স্থানে দিয়েছে হয়েছে সুস্থ আঁচল
সৃষ্টির হাত খড়িতে সংসদ সেনা জ্যাকব।


যেখানে ছিল ময়লা সেখানে জন্মায় ফুল
যেখানে পরেনি দু পা পথকে বাতাবরণ,
গ্রাম থেকে শহুরের প্রতিচ্ছবি দৃশ্যমান
উপজেলা শ্রেষ্ঠস্থান ভোলার চরফ্যাশন।


বহু সংসদ সদস্য এসেছে নায়ক রূপে
কেউ পারেনি এতটা! চিত্রিত বদলে দিতে?
পুরানো ধ্বংস স্তূপের নতুন প্রভাত দিতে
ধন্য বীরকে জানাই শুভেচ্ছা শত সহস্র।


কবিতার লাইনটা সুন্দর হয়নি জানি
তবে সুন্দর হয়েছে চারিদিকে পরিবেশ,
সবুজ শ্যামল মাখা পাখির ডাকা ভোরের
তরু লতা ফুল যেন, নারীর মাথার কেশ।


কবিতাটি সংসদ সদস্যঃ আবদুল আল ইসলাম জ্যাকব স্যার কে উৎসর্গ করেছি


মোঃ মুসার লেখা
শশীভূষণ চরফ্যাশন ভোলা