বাতাসের উসখুস বড়ই অসহ্য
থাপ্পড় বসিয়ে দেয় উদাম শরীর,
হানা থামিয়ে দিয়েছি পেঁচিয়ে জ্যাকেট
চড়াও হয়েছে খুব সকল শিবির।


যোয়ান,বৃদ্ধ ও শিশু সবাই কাহিল
নাজেহাল হয়ে আছে কাতর কন্ঠের,
একটি মোটা কাপড় একটু গরম
কোথায় আছে একটি করে দাও বের।


যার কেনা অসামর্থ্য সুবিধা বঞ্চিত
হয়তোবা টের পাচ্ছে বৃত্তের পরিধি,
শুধু তাই এই নয় ওই পশুপাখি
তাদের কি শীত নেই জীবন অবধি।


একটু রোদের জন্য ছটফট করা
শীতের কাঁটা শরীর তাকিয়ে দেখো না
তুমি এক শ্রেষ্ঠ জীব পৃথিবীর বুকে
মহত্ত্ব থেকে পাশেই-দাঁড়াতে পারো না?