শীতের মৌসুম যেন এক অখণ্ড হৃদয়
কোনো অভিযোগ নেই আর নেই অত ক্ষত,
বসন্ত আসলে যেন ফিরে বর্ষাও আসবে
বর্ষার কালো মেঘেতে আমি ত্যক্তেরবিরক্ত।


কোন একদিন ওই বর্ষার সন্ধ্যার কালে
অশ্রু নামিয়ে দিছে ঘনো আকাশ কোটায়,
শূন্যে জনে করে ঘর অশ্রু ঝরে অনবর
অশ্রু ঝরালো অজস্র তালে চোখের ফোঁটায়।


প্রিয় স্বরধ্বনির উচ্চারণ শূন্যে কথা
নামিয়ে এসেছে শূন্যে তা পূর্ণ হবার নয়
বিনা স্বার্থে যিনি কোরে অমলিন দিলো যত্ন
যার উদরে আমার হয়েছে জগতে জন্ম।


আমার জন্য ছাড়াও উভয় সংকট দেখি
একটি অবহেলিত যে জনগোষ্ঠীর মাথা,
উভয় সংকট যেন নিরসনে কষ্টদায়
শীতে নেই দেহে কাঁথা বর্ষায়ও নেই ছাতা।
হেলিত সংকট মিলে মৌসুমে আনন্দ নেই
তাদের কষ্টে আমার বসন্ত উৎসাহ বৃথা