মনে পড়ে তোমার কেমন মিথ্যা হাসি
দিয়ে দিয়ে আমায় তুমি করছো বোধাই,
তুমিও নাই হাসিও নাই থামকে গেলাম
শুধু শুধু এ মনেতে করছো খোদাই।


হারিয়ে গেছো  প্রসাদ ঠোকায়
আজো আমি ভাঙা বেড়ার ফাঁকে,
উঁকি দিয়ে তাকিয়ে থাকি
যদি দেখি তাকে।


তোমার কেমন ডাকাত হাসি
খুন হয়েছে মনের ভেতর,
তোমার কেমন ডাকাত মোহ
আমার দিকে করে আছাড়।


তুমি ও নাই আমি ও নাই মনে পড়ে
হাসির খোলক ধাক্কা মেরে
মনের ভেতর মাটির কাছে লুটিয়ে পড়ি
কি ছিল সেই অবুঝ দিনের খুনসুটি টা?


জানি সকল ভূয়া হাসি তোমার সকল
ফালতু হাসি দেইনি পাত্তা
শুধু শুধু ইতিহাস টা হবো কেনো?