একবার তোর কাছে অবহেলা হব
বসন্তের কুহু কুহু সে কুকিল হব,
ঝিঝিপোকা হব এক লুকানো গাছের..
শিশির হব তোরই শীত ফের ফের।
একদিন হয়ে যাব সমুদ্রের নৌকা,
সাতশত তোরো নদী হয়ে যাব পাড়!
এক জনম আবার তোকে ভুলে যাব!
আবার একদিন ঐ তোকেই খুঁজব।


তোর চেখের একটি তোর স্বপ্ন হব!
সারা দিন সারা ক্ষণ কলিমর ভরা,
শাপলা শালুক ভরা ডোবায় পুকুর
সারা দিন ছবি হয়ে ভাসব আবার।
তোর আমি দুঃখ হব তোর হব সুখ,
সারাদিন খেলা হব তোর মন ঘরে।।


নয়তো এক ভোরের কালো কাক হব
সকাল সকাল খুব বিরক্ত করব
তাড়িয়ে দিয়ে তুইযে বসাবি নালিশ
অপমান করে তুই ভেজাবি বালিশ!
আমার যেন আবার প্রেমে পড়ে যাবি,
অবশেষে একদিন ভালবাসা হব।


-মুসা- শুভ