তবে সবখানে জিততে হয়না
কিছু মানুষের কাছে হেরে যেতে হয়,
যেমন ধরুন প্রিয় মানুষের কাছে,
অগোনিত ভুল ক্ষমা করে দিয়ে
তবু কাছাকাছি থেকে যেতে হয়।
জেতার চিন্তা সবখান থেকে বাদ দিতে হবে
নাহলে জনমে হারতে হারতে যাবে,
কিছু অসহ্য সুখের কারণ হয়
আমি জানি না কে কিভাবেই ভাবে।
ভালোবাসা নানা বর্ণ গন্ধ থাকতেই পারে
এক এক জন; এক এক রঙে রাঙিয়েছে
তবুও সকল ভালোবাসা যেন ক্ষমার দৃষ্টি
সুন্দর করে সাজিয়ে তুলছে প্রাসাদ।
তর্ক করতে হয়না প্রিয় মানুষের সাথে
সবকিছু মেনে নিতে যদি পার তবে,
তবে সুন্দর এই ভালোবাসা।