দিনে দিনে হরেক মানুষ হচ্ছে খালি ভিন্নতা,
হিংসা লোভে দেহ বোঝাই মানুষেরা ছিন্নতা।
পথদিশারী পথ হারানো অপর জনে করে ঘাত,
দিন দুপুরে খবর আসে চক্ষু জুড়ে দৃষ্টি পাত।


ভাইয়ে ভাইয়ে ভরা দ্বন্দ্ব প্রতিবেশি ঠুলাঠুলি,
এখনতো নাই মানুষেরা মিলে মিলে কোলাকুলি।
ধর্ম নিয়ে টানাটানি ধর্ম নীতি নষ্ট করায়,
কিছু লোকের জন্য আজই উগ্র বাদি জেগে দাঁড়ায়।
কথায় কথায় মানুষ ঠকায় কথা কিংবা কাজে,
আজকের মানুষ বড় পাঁজি মানুষ গুলি বাজে।


ছোট্ট কালে সবাই পড়ে সত্য পথে চলব,
সঠিক পথে সঠিক মনে মানুষ হয়ে বলব।
মানুষ যখন মানুষ হলে অমানুষ কা হয় ভাই?
তখন কেন মানুষ নামে অমানুষ হের বোঝাই।


মানুষ যেমন মানুষ হলে বেঁচে থাকে চিরকাল,
খাটি হৃদয় আঘাত দিলে অভিশাপে রয় বহাল।
মানুষ জাতি সভ্য জাতি নাইকো ভেদাভেদ,
মানুষ জাতি ভিন্ন হয়না ভালো বাসা ছেদ।


পাখি যখন পোষ মানিলে যায়না উরে বনে,
মানুষ জাতি ভালো বাসা গাঁথে মনে মনে।
মানুষ হয়ে মানুষ জনের আজ কেনো এই দশা
মানুষ জাতির ঠুলাঠুলি শস্য ক্ষেত্রে কষা।


স্বার্থ নিয়ে বিনা কর্মে মানুষ গুলি অর্থ কুঁড়ায়
হানাহানির করে তারা অর্থ আনে প্রণটা জুড়ায়।
কেমন মানুষ মানুষ নামে অমানুষের দল এরা,
শিক্ষা দিক্ষা তাদের জন্য ভুল অহংকার প্যারা।


সমাজ কেমন এলোমেলো সমাজতা গেল কই,
নিজের মত মনগড়াতে দেখি সবাই পরে রই।
চলো সবাই চলো মানুষ আমরা সবাই একহই,
জগত জুড়ে মানুষ খুঁজে মিলেমিশে একরই।