সকলে পুরুষ নয়, সকলে নারীও নয়
কেউ কেউ হয় নারী, কেউ হয়েছে পুরুষ,
সকলে মানুষ নয়, কেউ কেউ হয় প্রাণী,
দেখতে মানুষ যেন ওদিকে আস্ত প্রাণী।


সকলে বেকুব নয়, সকলে চালাক নয়
কেউ হয়েছে বেকুব কেউ হয়েছে চালাক,
সকলেই জ্ঞানী নয়, কেউ কেউ হয় জ্ঞানী
কেউ ভঙিতে যেনো জ্ঞানীর ভাব দেখায়।


তাহলেই পুরুষ কে? পুরুষ কোথায় আছে
নারীর প্রার্থনা থেকে যেমন পুরুষ হয়,
যাকে পেয়ে নারী বলে ধন্য জীবন আমার
সুঃখ দুঃখ বাদ দিয়ে জীবন গেঁথেছে এক।


পৃথিবী করছে ধন্য তিনি আসল পুরুষ,
জীবন যুদ্ধের কাছে ছিনিয়ে এনেছে জয়
তিনি আসল পুরুষ একটি জগৎ সংসারে


সকলে নারীও নয় , নারী কেমন তাহলে?
নারী জানে না ছলনা, ছলনাময়ী নারী না
ছলনা ময়ী নারীরা নারী জাতির কলঙ্ক।


পুরুষ পেয়ে বলেছে যে নারী করছে ধন্য  
সমাজ করেছে ধন্য পৃথিবী করছে ধন্য,
সে তো আসলেই নারী সর্বদা নারী জাতির


সকলে মানুষ নয় মানুষ হতেই হলে
মানুষত্য থাকা লাগে,