কেমনে সরাই শনির নজর ছাড়ছে না আর কুফা,
শনির বংশ এথায় হেথায় মোতাসিনে নাকি ফুপা।
এবার শনির বন্ধু হয়েছে হিংসুক যত প্রাণী,
হৈ হুল্লোড় হেঁচকি হাসির গলার ঘেরঘেরানি।


পিছ ছাড়ছে না কিছুতেই আর সবখানে হয় হাজির,
দুষ্ট কি ভাই বড় নির্লজ্জ পাজিতে একশো পাজির।
শনির নজর লাগিয়েছে এক হারামী টাইপ লোক,
পেটুক পেটকে খাইতে আচ্ছা যেন হয়েছিল জোঁক।


কুত্তা শনির করছি ঘেন্না নাইরে লজ্জা শরম,
ছাড়ছে না আর আমার পিছন আমায় পাইছে নরম।
সকাল বিকেল আমায় চুবায় ব্যর্থ নদীর জলে,
এতটা ব্যথায় খুঁজছি রাস্তা উত্তরণের তলে।