তোমার ভিতরে আমি দেখি ওই আগামীর দিন
তোমার ভিতরে আমি দেখি ওই-আগামীকাল
তোমার ভিতরে আমি দেখি ওই আগামীর বিশ্ব
তোমার চক্ষে দেখেছি অবাক পৃথিবীর আয়ুকাল।


শোনো হে নবীন শোনো হে কচি আগামীর মাথা
নতুন বছরে নতুন বইয়ে স্বাগত জানাই দলে
পিছনের যত দুঃখ গ্লানি যত ব্যর্থকে ফেলে
নতুন আবার শুরু করি আজ দৃঢ় মনোবলে।


অগোছালো থাকা পৃথিবীর স্থান গোছাবে আপন হাতে
সব অনিয়ম দূর হয়ে যায় নিয়মের বেড়াজালে,
পৃথিবীটা হবে শান্তিপূর্ণ বসবাস উপযোগী,
ময়লা কয়লা ধুয়ে যাবে সব যেন তোমাদের কালে।


পথহারা লোক পথ খুঁজে পাবে যেন তোমাদের কালে
মানুষে মানুষে ভাঙবে বিভেদ এক হয়ে যাবে দলে
সাহায্য পেয়ে মুখভরা হাসি আসুক তেমনি দিন
থাকবে না কেউ বিষাদ দুঃখে ব্যথিত অশ্রুজলে।


শোন হে নবীন সচ্ছ নবীন ওই আগামীর মুখ