শিশু কালের স্বপ্ন গুলো মলিন হলো
ধুলোয় মলিন যায় রে উড়ে ওই বাতাসে
পায়ে চটে দেয় পিষিয়ে যায় রে পথিক
মুখটি ভরা হাসি তাদের লেগে আছে.........।।


হয়তো তারা ওই জীবিত স্বপ্ন গুলো
মেরে ফেলছে হাতে ধরে,
সঙ্গোপনে মন্ত্রে তাদের আকার ওকার
হয়নি ক্ষতি বসত ঘরে......।।


ভাঙলে চেনা ভাঙছে আমার
ধুম রে মুছরে আছাড় মেরে,
বুকটি ভরা তাজা তাজা চোখে ভরা
স্বপ্ন গুলো নষ্ট হলো সদ্য ঘিরে।


কত কত আশা ছিলো মনের ভেতর
বাসা ছিলো ছোট্ট ছোট্ট কথা ছিলো
সাথে একটি মানুষ ছিলো মনের ঘরে
সাজিয়ে রেখে থাকতাম খুশি ভেঙে দিলো  .........


পরের চোখের স্বপ্ন গুলো হত্যার চেয়ে
নিজের আগে স্বপ্ন গুলো খুন করে যাও শত ভাগে,
পরের দেহে আঘাত করার আগে নিজে
নিজের গায়ে আঘাত করে কেমন লাগে......।