কিছু চোরাবালি কিছু ঘুণ পোকা
হতে পারে কত বড় ডেঞ্জারি,
তা উপলব্ধি করতে আমার অনেক হয়েছে দেরি।
আমার ইচ্ছা লুকিয়ে কেটেছে চুষেছে শরীর রস,
যেখানে রেখেছি বিশ্বাসী ধন সুযোগে করেছে ধস।
আমার ঘরের বেহাল দশায় গড়তে হবে নতুন,
ওরে দুষ্টের এমন চক্র তোর নাম কেনে ঘুণ।
ওরে জঞ্জাল ওরে মূর্খতা ঢুকবেই ভুল চুকে,
কাটবি যখন কুটকুট করে গোপন ইচ্ছা সুখে।
বুঝবি তখন কত দাঁতে বিষ‌ বুঝবি তখন মন্দ,
কোনো একদিন খাইলেই ধরা‌ বুঝবি গায়ে কি গন্ধ।
আমার ঘরের কাঠ পালা খেলি‌ আফসোস কিছু নেই,
প্রকৃতির লীলা বুঝলি না বাছা জুলুমের হবে খেই।।
বার জাতে মিলে বার হাজালির‌ দেখবি তখন ঘুণ,
সেখানে তোদের সাদরে গ্রহণ পোড়াবে দিয়ে আগুন।