তোমার মুখের ছাপ এঁকে উঠে দুধের মতন সাদা,
আমার চোখের অঙ্কিত রেখা লুটিয়ে পড়েছে পায়।
শৈশবি কাঁটা আচর কাঁটায়  যেমনি খেয়ালি চরে
একটি ছবির পলক জড়ানো শুধু যার গান গায়।


বুকের মরূতে জলহীন ধুলো তৃষ্ণা খোঁজার বুকে
নেই অভিমান জলের সাধন মেনে নেয়া কঙ্কাল,
রাত হীনা রাত অতটা বিষাদ পোষণ করিনা
পাব কি পাবনা তুমি সাক্ষাৎ নয় আমি জঞ্জাল।


আমার প্রথম রংধনু চোখে নজর পড়ানো তুমি
গোলাপের মত নজরবন্দি বুকের পোষণ করা
প্রথম প্রেমের প্রথম চিঠিটি লিখেছি খামের গায়
অবুঝ মনের সবুজ প্রেমের আমার টুকরো ছড়া।


ভয় নেই কিছু স্বার্থের মতো আবদ্ধ ধরা বুকে
কেবা কাকে চেনে উড়ালপঙ্খি হয়েছ দেখেছি
অন্য একটা ডালে বসে তুমি গেয়েছ পরের গান
মরুভূমি বুকে অভিমান মুছে জয়গান করি।


ভালো থাকার যে নীড় তুমি খুঁজে হয়েছো হতাশ
অভিমান ডাকা বলেছি তোমায় দুখ কেন পেলে
তোমার ভালোই থাকা সুন্দর থেকে গেছি ভালো
হতাশ জেনেছি তোমার সেখানে ভালো থাকি আর।


একটি নদীর দিন পরা বক পুটির তালাসে চোখ
তোমার মুখের দিকে চেয়ে আছি তেমনি ফিরিয়ে
কি হবে শেষ টা মিলনের নাকি বিষাদের ধুপছড়ি
কেমন মেলবে সাদা নাকি কালো সেইদিন সমাপ্তে।
-মু সা