তোমাকে মূল্য না দেয়া অপরাধ ছিলো বুঝি
তোমার দুয়ার থেকে বিদ্রোহ ঘোষণা করে,
সেই খেসারত দিয়ে তোমাকে এখন খুঁজি
মনের সব আবেগ আজ ধূলি হয়ে ঝরে।
তোমার চোখে দেখেছি মনোরথ-সর্বনাশ
দেখেছি নিজের মধ্যে আকুল-প্রার্থনা ক্যাশ,
তোমার চোখে আমার নতুন পৃথিবী দেখে
তোমার চোখে দেখেছি  তুমি সেই সর্বশেষ।
আম্র ফুলের সুগন্ধে ঘুমের ঘরে ছিলাম
বসন্ত চলে গিয়েছে নিকটে করে টকশো,
জাগাতে পারেনি ঘুমে  কেউ বেদনা থামিয়ে
তুমি নাই বলে আমি বসন্ত ভোলা মকশো।
তোমার হাসির থেকে কুড়িয়ে পেলাম মুক্তা
পেলাম নদীর কূল এপার ওপার নিয়ে,
তোমার বিশ্বাস ভেঙে আমি হয়েছি ব্যাকুব
পাড় ভাঙ্গা মাটি হয়ে আছি আমি ভেটকিয়ে।
-মুসা