তোমার বাড়ির সবুজ বনের দাওনা ছবি তুলে
দেখার ইচ্ছা প্রজাপতির রঙ ধরানো ফুলে।
ঘরের সামনে মস্ত উঠুন ধান শুকনো মাটি,
কেমন আছে উঠুন খানা, ছেলে খেলার ঘাঁটি।


তোমার বাড়ির গাছগাছালি দেখার ইচ্ছা জাগে,
মুঠোফোনে ছবি তুলে পাঠাও অনুরাগে।
যদিও আজ প্রযুক্তির ডাল কত ছড়াছড়ি,
দেখতে পারি সব স্থানকে ক্যামেরা হাতে ধরি।


সেই যে কবে দেখে এলাম জীবন্ত সেই হাসি
আজ কতদিন যাইনি হেথা মনের ভেলায় ভাসি
আমার বড় ইচ্ছে করে সেই স্থানে যেতে,
গাছগাছালির সবুজ মাখা মাঠ রয়েছে মেতে।


তোমার সাথে আত্নীয়তা ছিলো শুধু একা,
যুক্ত হলো গাছগাছালি হলো যখন দেখা।
সাথে তোমার পথের ধারে বটবৃক্ষের ছায়া,
সেথায় শুধু আমায় টানে লাগায় মনে মায়া।


আছে নাকি মাঠে মাঠে লাঙ্গল জোয়াল চাষ
পাশে যেনো মান্দার গাছে কানা বগির গাছ
নাকি এমন হারিয়ে গেছে সেই অপূর্ব ভাই,
ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে তাই।


কুঁড়েঘরে আছে নাকি ঢেঁকিতে ধান পাড়
আছে নাকি মুগ্ধ গ্রামীণ কৃষাণির বাহার?
পথের কাছে চোখ ধাঁধানো চোখে পরা ছবি,
মনে আমার বড় ধরে যা আছে ওই সবি।