কবিতা থেকে জেনেছি তোমার খোঁজ খবর
কোথায় আছো জড়িয়ে দুহাতে আকাশ ধরে,
ফাল্গুনে শিমুল ফোটা লাল রঙের শাড়ির
তোমাকে কেমন লাগে দেখার আকাঙ্ক্ষা ঝরে।


বহুদিন একা একা শিশির ঝরা দেখেছি
ধানের কচি ডগাকে কলাই সরিষা ফুলে,
দেখেছি মাঠর কাছে কবুতর ঝাঁক উড়ে
লাল শালিক বেঁধেছে দাম্পত্য সংসার তুলে।


তোমাকে জানা হয়নি কেমন যাচ্ছে সময়
কেমন শীতের দিন কেটে গিয়েছে ফাল্গুন,
কতটা বদলে গেছো ঋতুর মুখের মত
শুরু করছো নব না পুরানে রেখেছো মন।


ইচ্ছা ছিলো তুমি আমি দূর আকাশ দেখবো
দিনের গোধূলি টুকু হাতে মুঠোয় ভরবো
নিশি রাতের তাঁরাকে সবটা গোনে ফেলবো,
সকালে তোমার পায়ে শিশির হয়ে ঝরবো।


কিছুই হলোনা আর তোমাকে হারিয়ে ফেলে
আমার কষ্ট হয়নি একথা বলোনা দাসে,
বর্ষার ঘুমের ঘরে যেমন ঝরিয়ে বৃষ্টি
এভাবে ঝরেছে জল চোখের কোনার কাছে।


ইচ্ছা ছিলো তুমি আমি দিনকে জাগিয়ে দেব
রাত আসতে দেব না, যদি দিন ভালো লাগে
রাতকে যেতে দেবনা যদি পূর্ণিমা ছড়ায়
বসন্ত যেতে দেবো না যদি ডাকো অনুরাগে।