চেয়ে দ্যাখো তুমি বাদল ঝরছে বাইরে
রাস্তাতে জল স্যাঁতস্যাঁতে কাঁদা আছে ছোড়াছুড়ি,
সবকিছু আসে সবকিছু যায় তার যে হারিয়ে
তোমাকে ভাবছি মেঘঢাকা ক্ষণে এই মৌসুমে।


ক্ষণে ক্ষণে মেঘে এলোমেলো পথ জলসায় পাতা
এতটা কঠিন এই তুমি পথ তোমাকে জানিনা
বাইরে দ্যাখো না বৃষ্টির ফোঁটা মেঘের কাণ্ড
শুধু তুমি- নেই দৃষ্টির ছায়া ঝরে ঝরে যায়


অনেকের মাঝে দৃষ্টিতে ছেড়ে কত রং ঢং দেখা,
সবচেয়ে এর যাকে মনেহয়
সুন্দর ওগো তুমি সুন্দর-


ইচ্ছে করছে জল হয় নামি  ছুঁয়ে যাই এই
তোমার শরীর
ইচ্ছে করছে বাদলের ধারা সারাদিন নামি
তোমার ঘরেই


পুকুরের জলে ভরে ভরে যাই ছুঁয়ে দিয়ে যাই
তোমার পায়ের
কলমি লতার শাপলা শালুক ফুল হয়ে ফুটে
দেখার ইচ্ছে.... তোমাকেই নিয়ে