কেউ যদি বলে তোমার ভেতরে তুমি টা কেমন?
হুট করে বলে উঠব যেমন চাঁদের শরীর।


আবারও বলে তোমার ভেতরে তুমিটা কেমন?
হুটহাট করে- না ভেবে বলব
কূল হীন নদে সুদূর প্রবাহ ঢেউ জলরাশি


আবার ও যদি প্রশ্ন করায় দেখেছে কখনো
শিশির মাখানো গোলাপের হাঁসি,
তারপর যদি প্রশ্নই করে ভেতরে কেমন?
দেখিনা এমন যার মুখ খানি শত শতাব্দী


আবার ও যদি প্রশ্ন করায় দৃঢ় বিশ্বাস
বলব অবুঝে বুঝার বাহিরে
আবার ও যদি প্রশ্ন করায়
তার থেকে বেশি
আমি যা না বুঝি তারচেয়ে বেশি
সেই প্রেয়সীর সুন্দর মুখ