রোদের দাপট আহত হয়েছে
শীত বায়ু বলে রয়েছি হাজির,
তোমার তাপের করুন ফসলে
মাটিতে হয়েছি ঘ্রাণ চৌচির।


রোদ বলে আমি শক্তির চোখ
আমার দখলে আকাশ ও মাটি,
চেষ্টা করো না শীতের শিশির
আজীবন হতে সেই পথে হাঁটি।


হেমন্ত বলে ধীরে পাও কাটে
চুপিচুপি রাতে শিশির ফেলায়,
পথিক সকালে ঘুম থেকে উঠে
শিশিরর জল সকাল বেলায়।


হঠাৎ করেই উষ্ণ গরম
ডুব দিয়ে গেছে কোন তলদেশে,
পথিক এবার উষ্ণ কে খুঁজে
জড়িয়ে পোশাক হাঁটে বাও বেশে।


শিশির বলেছে এই অবস্থা
কেন জানো তুমি পাপের ফসল,
আমাকে ফুটিয়ে হাত পাও মম
সবটা গুটিয়ে রাগের যে ফল।