আমাকে ঠকালো যারা অবুঝে দলিলে
পরি লুটিয়ে মাটির ওদের কারণ,
আমিতো বিশ্বাস করে হেঁটেছি দু'পায়
পাব কিভাবে ফিরেই আমার ধরণ।


আমার প্রাচুর্য নিয়ে বানায় স্থাপত্য
আমিতো রয়েছি পরে প্রাচীরের মধ্যে,
মুখেতে সংকট করি ক্ষুধার্তের চিন্তা
আমাকে পাচ্ছিনা খুঁজে নিজের সান্নিধ্য।


আমার ভাগ্য নিয়েছে ছিনিয়ে যারাই
আমিতো বুঝিনি তারা এতটা ন্যাক্কার
আমার সরল টাকে ঠকালো যেভাবে
সত্যেরই হবে জয় এই তোয়াক্কার।