আমি ধরে নিচ্ছি যেন
কখনো আমাকে তুমি
পছন্দ করোনি,
তাহলে আমাকে হলে একবার খোঁজ নিতে
আমিও নিতাম।


প্রেমের সংজ্ঞার কাছে সৃষ্ট প্রার্থনার সুর
তার বিপরীত।
প্রেমে ভার্চুয়াল রঙ সঙ্গার দৃষ্টিতে আমি
কখনো যোগ্য না।


টেক কেয়ার কখনো লম্পট লোকেও করে
ভালোরা ও করে।
আমিও করিনি কেনো‌ সেটার জবাব নেই
তাহলে যোগ্য না।


সাত সমুদ্র পেড়িয়ে বলতাম নাকি
আই মিস ইউ।


এমন হাজার বার মনেই করব আমি
হারিয়ে খুঁজব।
তবুও একটা বার শেষটা জানার ইচ্ছা
একবার দেখি


অভিমান বড্ডো ডোবা
মাটির ‌গভীরে থাকা
ডোবা সোনা হীরা,
একদিন যদি পাই খুঁজে কোনো হীরা সোনা
মাটির প্রাচীরে।
আমি অপেক্ষায় থাকলাম