একলা আছি নিঃস হয়ে অন্ধকারে
রাত পোহাতে কত দেরি একা ঘরে,
মিথ্যা বুকে পোষণ করি সত্য আমার
পড়ছে চাঁপা নিজের ভেতর হাহাকারে।


কুচক্রী আর লোভীর ঘাতে ক্ষত হলো
আমার শরীর ভীষণ ব্যথা আমার গায়ে
অন্ধকার বসে আছি জ্যুতি বিহীন
শক্তি আছে চলার জন্য আমার পায়ে।


বসে বসে ভাবি আমার অন্ধকারে
যদি দেখা মেলে আমার এক আলোকের
চোখের জ্যুতি শিশু কালের জোটে আবার
দেখব আমি বিশ্ব জগত বিশ্ব লোকের।