তোমার মত এমন কেহু পূর্বে আমি আর দেখিনাই
স্বপ্ন গুলি কচি চারার মত করে উঠা শুরু,
নিজের ভেতরে চমত্কার এক বাগান বাড়ি হয়ে গেলো
হঠাত্ করে স্বপ্নের চারা অমনি গোঁড়ার পচঁল তরূ।


কূল হারা ওই মাঝির মত খেই হারিয়ে কিনার এলাম
জগত কিনার এসে দেখি পিছে আছি যোগ্য ঠেকায়
হারিয়ে গেলো নতুন জগত নতুন মনের পথ চড়া চর।
আবার আমি আমার মত হয়ে গেলাম পথের একায়।


আমার ভেতর জগত চড়া পাল্টে গেছে হঠাত্ করে
চেষ্টা করছি ধরে রাখতে হারিয়ে গেল ভেতর জগত
বাহির জগতে রঙিন মনে লেগেছিল কিছু সময়
আবার সবি মুছে গেল ব্যর্থ আমি ফকত ফকত।