অনিচ্ছুক টুকু পুছে পায়ের ধুলায়
অলীক কল্পনা গুলো ঝরালে আঙ্গিক
হাসি দেখে হাসে ফুল তরূর আভায়
অবিন্যস্ত বিনম্রতা বিনয় ভঙ্গিক।


মাঠঘাট চিরন্তন বহে অন্ত মাঠ,
সবুজ কুঁড়ির পাতা হঠাত্ গজায়,
ঝোপঝাড় সিংহভাগ রয়েছে ভরাট
সব থেকে প্রাণ কুঁড়ে তনয়া শোভায়।


চুড়ি করে তুলে লয় তরূতার করণ
দর্শনে ঢেলে দিয়েছে সব অঙ্গসজ্জ্বা,
গোলাপ গাঁধায় মাখে ফুলের সঙটি।
মুখখানি মায়া মাখা ললনার সজ্জা।


একি এক অপরূপ বাংলার কন্যার
সবুজ শ্যামল ছবি একেছিল মুখে
অসীম বিনয় তার দিয়েছিল মেখে
সবটুকু রূপ তারি ডেকেছিল বুকে।।


তার সব রূপ টুক আমার ডাকায়
আমিও বাংলার মালি আঁখির চমক,
বড় মায়াময় মুখ আকুল হৃদয়
এক বাংলার কুমারী ভাঙছে ঝলক।