তোমায় এবার ভুলতে যাহা লাগে
তোমার থেকে তাহা বুঝি পেলাম,
এবার কিছু চাইনা মনে পরুক
হিসাব নিকাশ তাই মিলিয়ে এলাম।


দেখছি তুমি কোনো নদীর জলে,
উদাস হয়ে করছ ডুবা ডুবি,
আমি শুধু দর্শক হয়ে ছিলাম
দেখে দেখে কষ্ট পেলাম খুবই।


কেনো আমি লেখি দুঃখ নদী
চোখের সামনে দাঁড়িয়ে আছে- জল,
আমি যে ভাই অযোগ্য এক ঢেঁকি
তোমার চোখে হয়েছি যে অচল।


তবুও যে, যা কিছু ঐ দেখছি চোখের কাছে
হয়ে গেছে দলিল হয়ে যা কিছু ঐ ছিলো,
এতটুকু বলতে পারি এখন
এতটুকু যথেষ্ট আজ ভোলার উপকরণ।