দুর্বল বলে মেরে যাও লাথি কর অবিচার !!
এর পরিণাম ক্ষমার যোগ্য জানা থাকে তার??
শক্তির সাথে পারনি যুদ্ধে মাথা হলো ক্যাশ,
তাই বলে বাবু দুর্বল এর সব করো শেষ।


পথে ঘাঁটে তার দিয়ে বসো গায় ইচ্ছেতে ঠেলা,
জগতে কেবল অবিচার আজ জানোয়ারে মেলা...!!
দুর্বল বলে তুচ্ছ তাচ্ছ নানা মুখে করো টাপ,
দুর্বলে তুমি আঘাত করাও এক অভিশাপ!!
দুর্বল বলে ব্যাঙ্গ চিত্র করে যাও মুখে,
তাই চলা ফেরা কঠিনের মুখে কাঁদে ধুঁকে ধুঁকে।


বিশ্বাস বলে মজা নিয়ে তারে করাও হাস্যকর,
তাই বলে তার স্বাভাবিক চলা বড়ই কষ্ট কর।
দুর্বল বলে প্রতিশোধ নেও তোমার পাষাণ হাতে
দুর্বল বলে প্রতিশোধ নেও হেরেই ময়দানেতে।