সবলের তুমি দিয়ে যাও দাম দুর্বলে দেও লাথি,
খুঁজে দেখ হায় খুঁজে দেখ হায় তোমরাও সেই জাতি।
সবলের গলে পড়িয়েই দাও  ফুলের শোভিত মালা
পাশে থাকবার দেও প্রতিশ্রুতি দূর কর তার জ্বালা।


দুর্বল দেখে হাসি ঠাট্টায় তারে ভেবে যাও পুতুল,
দুর্বলে প্রতি আঘাতে উল্টো বিনিময় নেই উসুল।


সবলের গায় আঘাত করলে বিনিময়ে পাবে বড়,
তারচেয়ে বেশি বিনিময় দিবে হবে যেন জড়সড়।
এখানে তোমার মানুষের মুখ লুকিয়ে আছে ভাই
খারাপের মুখ ফুটে উঠে তার দুর্বলে প্রতি ঠাঁই।


মানুষের মুখে লুকিয়ে রয়েছে অমানুষ ছবি মুখ
তালে তাল মারো সুযোগ পাইলে বিরুদ্ধে সম্মুখ।
কৃষকের ছেলে তাই বলে নাই উচ্চ পদের চলা,
শ্রমিকের ছেলে তাই বলে যেন চুপ রাখা তার গলা।


যার কেউ নেই তাই বলে তার করে যাও অপমান,
বুকের উপর পাড়া দিয়ে তার তুলে নিতে চাও জান
ক্ষমতার যার নেই কোন কিছু সোজাসুজি চলফেরা
তার লাগি সব কাঁটা ভরা পথ চারদিকে যেন ঘেরা।
দুর্বল প্রতি আঘাত করলে খোদার আরশ কাঁপে,
তুমি হবে যেন ধ্বংসযজ্ঞ যদি দেয় সেত শপে।


দুর্বলে কাঁদে শক্তির চোটে পথে ঘাঁটে হয় ব্যাঙ্গ,
কানাকানি করো মিথ্যা ছড়াও মিছে করো সঙ্গো।
যদি দেখ তার রয়েছে ক্ষমতা কত তার কর সম্মান
তার কথা তুলে রাখো প্রশংসায় গাও তার শুধু গান