তাকিয়ে আছি আমরা সবাই জিতবে এবার মাঠে,
কতকাল আর মাথা নীচু করে তাকিয়ে থাকতে হবে।
আমরা হলাম বীর বাঙ্গালী শির নোয়াবার নয়
ছাড় দেবে না এবার এবার ছিনিয়ে আনবে জয়।


পদ্ম মেঘনা যমুনার কূল কোটির চোখে স্বপন,
বুকের ভেতর বিশ্বকাপের বীজ দিয়েছি বপন।
কে মহাবীর কে দানবীর মস্ত শক্তির ধার,
ক্ষেপলে ছেলে বাংলার বাঘ হয়ে যায় চুরমার।
ছাড় দেবে না বাংলার ছেলে ছিনিয়ে আনবে জয়..


মানি না ভয়, জানি না ক্ষয় জীবনের পণ মনে
ছিনিয়ে আনবো জয়ের নিশান বুদ্ধিদীপ্ত ক্ষণে।
লক্ষ লক্ষ জীবন দিয়ে আমরা হয়েছি জয়ী,
কোন পরাজয় মানতে নারাজ আমরা দেশো ময়ী।
এই বাংলাকে বুকে নিয়ে করেছি প্রত্যয় ।


এই যে সবুজ এই মাঠ বন নীল আকাশের গায়
লালন করে অনেক যত্নে সাহস দিয়ে যায়।