চাষ করে খেটে খায়
                         নেই জীবনে ব্যর্থতা ।
শত বিপদ ঘনিয়ে-
                       আসে মনে রহস্যতা ।
এই হল চাষী-চাষ
                      নিজ পিছে নেই বাঁশ।
অপরকে অন্নদানে
                    নিজে করে উপবাস।
তারাই আঘাত হানে
                       জাগায় বিশ্ব মনে প্রেরণা।
ভাগ্যের পরিহাস না-
                      করে তারা হয়ে হিনমনা।
এগিয়ে যাই সাম্যের-
                       গান গেয়ে স্বার্থ ত্যাগে।
বাস্তবতা দেয় হানা-
                     মুখ ঢাকে তাই লাজে।
সুখের লাগি চাকুরী-
                     পেয়ে হোলিস ভূখারী।
ত্যাগীতে কাজ কি কষ্ট
                         অগুন ব্যথা হৃদয়ে ভরি।
হারিলি তুই হয়ে সুখী
                        চন্ডালেরও অধম।
শপথলি তুই দিবি সুদিক্ষা-
                             কিন্তু করিলি অসম।
করিলি ভাগ্যের পরিহাস
                           চাষীরে করে অবহেলা।
বিশ্ব যার স্পর্শে ধন্য-
                       জুড়ায় মনোজ্বালা।
সন্দেহ নাই ভেবে দেখ তাই
                             প্রকৃতির চাষ হল পাঠশালা
সুখ দুঃখের সাথী
                   নিঃস্বার্থ চাষী
         হলো তাহার গলার মালা।
                


                  ধন্যবাদ          ✍️✍️K K✍️✍️