ফুলকে আমি ভালোবাসি,
                     যত্ন যে তার নেব ।
করবো নাকো নষ্ট কভু,
                    সুভাষ যে তার পাব।
বন্ধু বলে দেখব তারে,
                   কথা তোমায় দিলাম।
ভরসা রেখো আমার প্রতি,
                   দায়িত্ব তার নিলাম।
সৌরভে তার দেবো ভরে,
                   মুক্ত বায়ু বাতাস।
যেখান হতে পাবে সমাজ,
                   সফলতার প্রকাশ।
প্রেমিক বেশে দেখব তারে,
                   প্রেমিকা সে যে মোর।
সুগন্ধে তে সুখী জীবন,
                   বাজাবে সুখের সুর ।
সেই সুখেতে বলবে তুমি,
                     দায়িত্ব তার নেব ।
ফুলকে আমি ভালোবাসি,
                    যত্ন যে তার নেব ।


চাও যে তুমি জানি তারে,
                   নিজের করে পেতে ।
চাও যে তুমি ওদের মতো,
                   নিছক প্রেম হতে ।
সফলতা খুঁজে বেড়াও,
                 নিষ্ঠুরতার বেশে ।
বহুরূপে ঘুরে বেড়াও,
                নিজেকে আড়ালে রেখে ।


করো কেন এমন খেলা,কেন কর অবহেলা,
          উদারতার সৌরভকে।
সুখ ভুলে যেই সুখের নেশায়,ঢুকে পড়ো সেই,
              লোভের খাঁচায়।
      তাহার জন্য একটুখানি ভেবো,
প্রেমের জন্য মানুষ তুমি, প্রেমকে নিয়ে লেখো!
             ওরে মন পাগল তুমি,
             সব কথাতেই ভেবো!
বলো ফুলকে আমি ভালোবাসি,
                              যত্ন জেতার নেব।


                    ধন্যবাদ          ✍️✍️K K✍️✍️