দিন শেষে রাত্রি শুরু
                          শুরু শান্তি মেলা।
             সব কর্ম বন্ধ
নেত্র জাগে শান্ত বধু-
               শশী নিদ্রা হেলা ।
চারিদিক শান্ত -
                          প্রকৃতির সব প্রান্ত
            সাজে নব সাজে ।
তারা সব ব্যস্ত
                          কর্মকাণ্ড ক্ষণ দণ্ড
             এই নিয়ে কাজে ।
একটাই শর্ত ;
রাত্রি মানে স্বপ্ন শুরু -
                           স্বপ্ন শ্রেষ্ঠ সেরা ।
              ঘুমে বদ্ধ  বেড়া।
রাত্রি শান্ত রাত্রি ক্লান্ত-
                  মনে শান্তি ফেরা-
           ই নতুন ধরা ।
রাত্রি বেলা জ্যোৎস্না ভরে
                            নবরূপ নেয়
             বিশ্ব মাতা রথী ।
কল্পনার জাল বুনে
                        যেই সব মনে
সেই ঘুম স্বপ্ন সাথী।


                   ধন্যবাদ।
                                    ✍️✍️K K✍️✍️