স্বপ্ন দেখি রাত্রি নিশিথে জড়িয়ে কল্পনায়।
অপ্সরা এক নর্তকী কন্যা আপনেছে আমায়।
এ-ভাবনায় ঘুম, গভীরে না যায়, মন-তৃষ্ণা-
কি চাহিদাই মেটানো যায়, আঁকি ফন্দি নিশানা।
কি তার রূপ, সবে যৌবন, কোমল দেহ খানি।
আমি কুমার-রাজার বেশে, গ্রহণে মত্ত পানি।
যেন মৌয়ের যৌবন তৃপ্তি মেটাতে উড়ে যায়,
ডানার জোরে, মধুতে পূর্ণ গোলাপ বাগিচায়।
স্বপ্নের মায়া যেন অলীক সুখের দুনিয়ায়-
প্রেরণে, যাকে বাস্তবতায় গল্প ধরায় যায়।
সুখের তৃপ্তি রোমান্সের মূল্য অক্ষয়।
তাইতো দেখি স্বপ্ন আমি, পূর্ণ স্বাধীনতায়।
না আছে মানা, জানা-অজানা দুনিয়ায়,
সহজে যাওয়া, সুখ দুঃখের সাথী হওয়া,
         যায়, রাত্রে স্বপ্নের মাঝে।