সর্ব জীবন মানুষের ভালোবাসি, পেলেম শুধুই ব্যথা
নিভ্রিতে আঁধার গৃহকোণে শুধু পড়ে রইনু আমি একা
করুণ হৃদয় লয়ে হাসিমুখে প্রতিদিন যায় বহে
কেহ কি নাহি জানে এ অন্তত যায় ক্ষয়ে!
কেহ কি জানে না অকারণে কেন এ হিয়া দহে ।
কেহ কি না জানে আমি যারে চায়, কেন বা তারে হারায়?
কেহ কি না জানে কেমনে দিন যায় বহে? আমিও হারায়।
নতূন আশা লয়ে বারে বারে আশা বুনি
থেকে থেকে পুরাতন ভুলি নব আশার দিন গুনি
কিবা তাহাতে আসে যায়, কেহ নাহি ফিরে চায়?
যাহাদের রাখি ধরি তাহারা কেন চলি যায়
দিন যায় রাত যায়, কেহ নাহি ফিরে যায় ।
কেহ নাহি অনুভুবে আমার ও ব্যথিত প্রাণ
কেহ নাহি বুঝিতে পারে দিয়ে যায় শুধু ব্যথার দান।
তাই নিভ্রিত নিরালার কোণে পড়ে আছে এই প্রাণ।


তবে কি মানুষ বড়ই নিষ্ঠুরতম প্রাণি!
তবে কি মানুষ বড়ই অদ্ভুত প্রাণি, তা নাহি জানি ।
মানুষ সে তো ভিন্ন ভিন্ন প্রাণ, তাই আজি জানি।
একেক জনের মনে আছে একেক গল্প গান ।
কারো আছে সুখ, কারোর বা চির দুখ,
কারো আছে আশা, কারোর বা মনের অসুখ ।
কেহ বা আশা বুনে কেহ বা বিরহের দিন গোনে ।
কেহ বা চিরজীব কেহ বা সহসা হারায়, হয় তার চিরবিদায় ।
এমনি করেই বেলা যায় কেটে, ফিরে আসে সময় দিনক্ষণ যুগ
মানুষ তো এমনি রয়ে যায়, কভু নাহি বদলায় কত প্রিয় মুখ।
কত পুরাতন মুখ কত নতূন মুখ আহা কতই সুখ দুখ ।
তবু্ও আশা থেকে যায়, কেউ তো আছে সে আসিবে একদিন
সুসময়ে-অসময়ে রবে পাশে, চিরকাল চিরদিন ।
আমার সকল ব্যথার দান আমি করিব তারে দান
তারি শত ব্যথা আমি লইবো ভরিয়া এই প্রান ।
কারণে করারণে কবিতা,গল্প,গান করিবো তার সনে
এই ভাবনা লয়ে আছি চিরকাল একা মনে মনে ।
সে আশা লয়ে আজ এই ব্যথিত মনে, আছি চিরকাল ।
কেউ বা আসি খুলি দেবে একদিন মোর অন্তর জটাজাল ।


ব্যথার দান
৩০ ডিসেম্বর ২০২২
১৫ ই পৌষ ১৪২৯