আমি বড় হতে চেয়েছিলাম
কিন্তু পারিনি হতে --
বারম্বার আঘাতে আঘাতে ছোট হয়ে রই
জীবনের যত পরিচয় সব বুঝি মিছে ।
বাবা বলতেন আমি তো আছি
যখন আমি রব না তখন বড় হোস
আমি বড় হতে পারিনি আজও বাবা ।
এখন এই একা ঘরে নিজেকে কে খুব ছোট মনে হয়।


নিজেকে বড় আজও ভাবিনি কোনদিন
ভুলের সম্ভাসনে  তাই পড়ি নি কোনদিন;
বিপদ যা এসেছিল ছোট বড়, তারি পথে বাধা পড়ে
নিজেরে আজ চির করে রয়েছি রাতদিন।
মা বলেছেন আমি তো আছি
বিপদে আপদে কাছাকাছি
তেমনি মায়ের মত - যে আছে আশে পাশে
তারি আশ্রয়ে আজও আমি ছোট হয়ে নিজেরে রেখেছি আপন মাঝে ।


তুমি যারে বড় ভাব সে তো বড় নয়
বিপদে যে কাছে রয় সেই আশ্রয়
সে যদিও ছোট তবু ---
তারি মাঝে পাবে তুমি স্নেহ মমতা আর চির প্রত্যয়
আমি বড় হতে চেয়েছিলাম
কিন্তু পারিনি হতে --
বারম্বার আঘাতে আঘাতে তাই আজও ছোট হয়ে রই ।


রচনাকাল - ২ ই মে ২০২৩
স্থান - টাংগাইল ।