শুধু ধন্যবাদ দিয়েই করিলে মোরে ধন্য
        এসেছিনু তোমারি জন্য-
        তুমি মোরে দাওনি তাহার দাম;
     এ প্রণাম লইয়া আজি রহিনু তোমারি আশায়
           শ্রাবন বরষণ দিনের ভরা মত্তকায় ।
                   জীবনের যত ছবি জাগাইয়াছে আশার বানী
                        তোমারি মুখখানি,
              মোর আঁখিতে লইয়া প্রতিদিন
                  মোর অন্তরে অকারণে ব্যথা আনি।।


                       তাও আমি জানি--  
                 তুমি দিবে না ধরা কভু কোনদিন
                সোধিবেনা মোর এই করুনব্যথারঋণ  ।
          দিয়েছিলে শুধু অকারণে  ব্যথার দান
              করনি সম্মান ! যা করেছে তা শুধু তোমার করুনভার
           কত আশা কর ভালোবাসায় বিজড়িত মোর প্রাণ
                           তবু তুমি করনি সম্মান ,


            তারপরে জীবনের এই বেলা
  শেষ হল মোর শত বিরহের খেলা ।
       বেদনার বিস্মৃত দিনের মত আমি পড়ে রইনু এক কোণে;
              ভাবিনু তোমার কত কথায় একা সঙ্গোপনে ।
                   তারপরে কত আশা কত ভালোবাসা
           জমে ছিল এই হৃদয় অন্তর দেশে-
          সবিই আজ বুঝি সাঙ্গ হল দিনের আলোর শেষে;
      জীবনের এই অন্তিম নিঃশেষে,
        কেউ ছিল না মোর পাশে , তুমিও ছিলেনা শুধু ধন্যবাদ দিয়ে।
                 দূরে রহিলে সারাটি জনম নাহি ভালোবেসে ।
      


কবিতা - ধন্যবাদ
মুস্তাকিম
১০ ই ভাদ্র ১৪২৯
২৫ আগস্ট ২০২২