সন্ধ্যার  অন্তিম আকাশে উঠেছে বাঁকা চাঁদ
দুয়ারে জানা দেয় আজি ইদের করাঘাত।
বৎসরের ক্রান্তি লগ্নে এসে,
সকলি আজি মিলেছে খুসির আবেশে
গ্রীষ্মের এই তাপদাহ দেশে --
বৈশাখের এই শুষ্ক রুক্ষ দেশে
আজি এসেছে খুসির ইদ খানি
মনে বাজে সহস্র যুগের পুরাতন কত সুখ বিরহ বাণী ।


সুখের দিনে বিরহে রহেছে যারা,
তাদের করুন কর খোদা তোমার রহমত দ্বারা ।
কত দিনের কত ক্লান্ত অনাহার শেষে
ইদ এসেছে আমার এই শুষ্ক রুক্ষ দেশে
এসেছে সিয়াম সাধনা শেষে
এসেছে তাকওয়াপূর্ণ বেশে
যাদের অভাব-দুখ কভু কোনদিন নাহি ঘুচে
ইদ এসেছে আজি তাদের ও কাছে ।
ধনী  গরিবের ভেদাভেদ ভ্রান্ত করে।
রহমতের চাদরে রয়েছিল সারাটা মাস জুড়ে।
আজি তবে করুন কর প্রভু
পথ ভ্রম না হয় যেন কভু ।
একটি দিনের শত রহমত দিয়ে
শত পাপ তাপ শোক যাও তুমি আজ নিয়ে ।


মায়ের প্রতিক্ষা ক্ষান্ত হবে আজি
বোনার আনন্দ-কথা উঠিবে কণ্ঠে বাজি।
ভাই এর স্নেহে বিজড়িত হবে প্রাণ
বাবা হারানোর ব্যথা হবে আজি অম্লান ।
ফিরিবার পথে প্রকৃতি ডাকিবে মোরে ।
সহস্র বছরের ধুসর গ্লানি চলে যাবে আজি দূরে ।
এই একটি দিনের প্রতিক্ষায় মোর শত দিন গোনে
আছি চঞ্চল তরুণ মনে ।
দূরে আছে যারা তাদের ভালবাসা দিয়ে ।
ইদের দিনগুলি কাটিবে আমার, স্নেহ মততা নিয়ে ।
বিদায় ক্ষনে এইটুকু মোর চাওয়া
একটি দিনের আনন্দে লাগুক শত দিনের হাওয়া।


ইদ
মুস্তাকিম
২৯ রমাদান ১৪৪৪
সিরাজগঞ্জ (বাস এর মধ্য)