--------একাকীত্বের এই অর্ধজীবন--------
        *** মুস্তাকিম বিল্লাহ ***


অনেক ভাবিয়া দেখিলেম আমি অবশেষে
একাকীত্বের ভার ঘুচে নি এই অর্ধ বয়সে!
একাকীত্ব শুধু কি তাদের অভাবে আসেনা?
নানা জটিলতায় এ জীবন আর ভাসেনা--
সংসার সংকীর্ণ শত জড়তার জালে ফেসে
অর্ধ জীবন ঠেকেছে আজি বেদনা বিরহ উচ্ছ্বাসে ।
আছে দূরত্বমার প্রত্যহের প্রতিকূলতার ছায়া
আছে নিজ বিজড়িত দিনের ঘনগম্ভীর কায়া ।
আছে তারি সংসারে শত অঘটন কতশত সংশয়
সে তো দিয়েছে মোরে সৌভাগ্যের শেষ পরিচয়,
কতশত ফাঁদে জীবন আজি অলক্ষ্য মনোরথে
ভাবনা-সাধনা-বেদনা-বিহীন বিফল ভ্রমণ-পথে-


তাই মাঝে মাঝে,
ভাবনা-সাধনা তুচ্ছ করিয়া নিজেরে আড়াল করি
একাকী জীবন মৌন ভারে একাকী এ পথ গড়ি।
যাদের ভাবিলেম প্রিয়জনা আর পরিচিতার ভার,
সে তো শুধুই ভাবিলো মোরে প্রয়োজনের দার।
নিজের লাগি না কিছু করি, অন্যের তরে ভাবি
তবুও আমি চিরকাল তুচ্ছ, রইলোনা কোন দাবি।
ব্যর্থ জীবনে পরকে আর না জড়াতে আর চায়
তবুও কেন বারেবারে আসি থেকে যায় শত দায়
শত অভিযোগ শত অভিশাপে বিজড়িত এই প্রাণ
যার চেতনায় সোপিনু জীবন পেলাম শুধু অভিমান।
একাকীত্বের এই অর্ধ বয়সে আসি এই ভাবনায়  গড়ি
বাকি অর্ধ অবহেলায় মোর আগামীতে আছে পড়ি
সুদিনের লাগি চাহিলেম যারে অনন্ত আজীবন
আবছায়া হইয়া পড়িয়া রহিল দুরেই সে অকারণ।
অলক্ষের লক্ষ ভেদ করিয়া বারে বারে কাছে যায়
শুধুই তার ছায়ায় পাইলেম কভু নাহি তাহারে পায়।
এমনি করিয়া ভাসিয়া ভাসিয়া আড়ায় যুগ গেছে
বাকি আড়ায় পড়িয়া রহিয়াছে তারি পদতল দেশে।
এ জীবনে যত আশা করি তা আজি সব শুন্য
নতুন আশার মৃত্যু ঘটাইয়া নিজেরে করেছি পূর্ণ ।
তাই, একাকীত্বের এই অর্ধ জনমে লয়ে সকল দায়
আকর্ষৎ এই জীবন হইতে একদিনই বিদায় চায়।


রচনাকাল - ৫ম রমাদান ১৪৪৪।
----------- ২৯ মার্চ ২০২৩ ।
টাংগাইল, বাংলাদেশ । 🌸🥀