একদা সেদিন সন্ধ্যাকালের লগনে
     শীতের রাত্রি প্রহরে,
  সহসা সেদিন দেখেছিনু আমি তাহারে !
শশী তাঁরা তব কিছুই ছিলনা সেদিন
       ঐ দূর আঁধার গগনে।
   ক্ষণে ক্ষণে দুটি আঁখি মেলি
    খুজে ফিরেছি এতকালব্যাপি যাহারে
         পেয়েছি তব আজি তাহারে ।


দূর হতে আমি যাহায় করিনু দরশন
      তাহায় বলি তব আজ,
       তুমি ছিলে অ’গো নিরুপমা প্রিয়তম ।
           সেজেছিলে নববঁধুসাজ
   আমি কোথা হতে যেন ঘুরে ফিরি শেষে
    এসেছি তোমারি দেশে,
        ফেলিয়ে শত মোর কাজ ।  
  
দূর হতে আমি যাহায় করিনু শ্রবণ
      তাহায় বলি তব আজ,
       তুমি ছিলে অ’গো গোপনচারিণী প্রিয়তম।
            বেঁধেছিলে মোরে গোপনবাহুডোরে
   আমি ভুলিয়া শত শোক দুখ লাজ
     অন্তর দিয়ে শুনেছি তোমারি তম,
            গোপনে বেসেছি ভালো আজ ।


দূর হতে আমি যাহায় ভাবিনু অবশেষে
      তাহায় বলি তব আজ,
        তুমি ছিলে অ’গো স্নিগ্ধসজলকোমল প্রিয়তম।  
    শীতের স্নিগ্ধ শান্ত দিবসেরই মত
  তুমি শুভ্র হলদে শাড়ির আঁচল জড়িয়ে
       নীরব চিত্তে আঁধার রাত্রে বসিয়া রহিছ আজ
               ফেলিয়ে কত শত কাজ ।


আমি       দূর হতে গোপনে দেখেছি তোমারে,
তোমার     নয়নে গোপন ভাবের খেলা
তোমায়     দেখেছি এই আঁধার প্রহর বেলা
তোমায়     দেখেছি এই বেলা অবেলায়
তোমার      উতলা হলদে আঁচল এলোথেল চুল
তোমার     খোপায় গাঁথা তোমারি গাঁদা ফুল
তোমারে    এখনো হয়নি বলা যে কথা
আমার     সেকথা এ মনে রয়েছে আজি গাঁথা
আমার     না বলা সে কথা নিয়ে আজি এ চির ব্যকুলতা।


হলদে দিবসে
পহেলা মাঘ ১৪২৯ (১৬ ডিসেম্বর ২০২১)
গোপালপুর,লালপুর, নাটোর ।