সারাদিন নিদ্রাহীন পরিশ্রান্ত অক্লান্ত জীবন
আনন্দ উচ্ছাসে চারিদিকে উৎফলিত দিনক্ষণ
বিশ্বভূবনের লিখিলের মাঝে বিরহী কতজন।।

মাটির গন্ধরাজে অন্ধকারছন্ন ঘনকিরণে  
অতীতের ঘনঘটা জটিলতা বিরহস্বরণে
তারি মাঝে কত কাজে জীবন বরণে মরণে।।  

সারারাতে অনিদ্রিত আঁখিপাতে নির্ঘুম নিস্তব্ধতা
আমার বীরত্বের মাঝে আজি কি করূন চঞ্চলতা
কি বা অকারণে গড়েছে জীবনে মৃত্যুর বারতা।।

তবু জীবন জীবিকার লাগি বাঁধিয়াছি অমৃত্যুজয়
শতাঘাতে লাঞ্চনা বঞ্চনা ফেলি রাখিয়াছি পরাজয়
তারিতরে জাগিয়াছি বাঁধিয়াছি ফেলে জীবন শতভয়।।


মুস্তাকিম
০৮/০৬/২০২৫
রাজশাহী