মিছে এ অনল, বৃথা এ জীবন
রবি অস্ত যায়, দূরে ঐ কিনারায়
একা বসে হায়, নদীর-এ কিনারায়;
অতল জল মাঝে, বিরহ ব্যথা বাজে
আলো নিভে আসে, অন্তিম আভাসে
ঢেউ গুলি ভাসে, মিছে আশ্বাসে।


                 মিছে এ আশা, মিছে এ সংসার
                 মিছে ভালোবাসা, মিছে উপহার
                 একা উপবাসে, একা একা থাকি
                 শীতের শিহরণে, ব্যথা জমে রাখি
                 কুয়াশা ভিড়ে, পাখি নীড়ে আসে
                 ঢেউ গুলি ভাসে, মিছে আশ্বাসে।


ধেনু ফিরে যায়, নিজ গৃহবাসে
একা বসে ছিনু, একা উপবাসে
জগৎ অসহায়, নাহি ভালোবাসে
ব্যথা জেগে উঠে, জীর্ণ বাতাসে
এই নদীতীরে, শুয়ে আছি ঘাসে
ঢেউ গুলি ভাসে, মিছে আশ্বাসে।


কবিতা - জীর্ণ নদীতীরে
স্থান - রাজশাহী (পদ্মার পাড়)
সন্ধা - ৫.৩০ মিনিট
সময় - ০১ জানুয়ারি ২০২৩
১৭ ই পৌষ ১৪২৯ (শীতকাল)