জীবিকার লাগি, রাত দিন রহিয়াছি জাগি
          হইয়া বিবাগী,
ঘুরি পথে পথে, শীতের প্রভাতে।
    বেদনার জীর্ণ পাতা
     অতীতের স্মৃতিকথা,
এই রাজপথে রহিয়াছে পড়ি।
     তারি পথ ধরি
আজি এই শিশিরঢালা অবেলায়
           ছুটে চলা,
   নিজে নিজে কথা বলা।
    যে কথা রহিয়াছে ঢাকা
   শীতের ঝরা পাতার আড়ালে
      সহসা ক্ষনিক তুমি পাশে আসিয়া দাড়ালে।
    শীতের আবছায়ার আড়ালে, লুকাইয়া
বলিলে দু এক কথা
        ভুলাইয়া শত ব্যথা;
   আমি অপেক্ষায় রহিলাম তোমারি
     হয়তোবা একদিন এই পথ ধরি
        তুমি চলিবে মোর পাশে
             শীতের হিম বাতাসে।


       যাক তব সেসব কথা
       যাক তব মিছে আসা!
          তোমার ঐ মিছে ভালোবাসা
  এখন তো শুধুই চাহিয়াছি থাকিতে একা একা।
   এই জনহীন প্রভাতে বেলা অবেলার ভাবনায়
        রহিয়াছি একাই বসি,
শীতের দু এক জীর্ণ পাতা পড়িয়াছে খসি
   তারি খুসিতে পাতিয়া ঘাসের শয়ন
     মেলিয়া দুই নয়ন।
দেখিতেছি প্রকৃতির রূপ
   ভুলিয়া তোমার ঐ রূপ
আর দেখিতেছি পাখির বিচরণ
দেখিতেছি ফুলের শোভা আবরণ
  দেখিলাম শিশিরভেজা ঘাসে
ঘাসফরিং এর খেলা
কিংবা এই ব্যস্ত শহুরের দিঘির জলে
  অতিথি পাখির মেলা।
ভাবিতেছি আমিও তো এক ক্ষনিকের অতিথি
  এলাম তব আজি এই প্রভাতে
        তোমাদের চাহিয়া
ঝরা বকুলের পথ বাহিয়া
শীতের অবেলায় একা গাহিয়া
ঘুরিফিরি একাই এই পথে
হয়তো আসিব আবার কোন এক শীতের প্রভাতে ।

১৪ পৌষ ১৪২৮ (শীতকাল)
২৫ ডিসেম্বর ২০২১
স্থান- রমনার বটমূল ।