কোনদিন ক্লান্তহীন ভোরে
                      শীতের প্রহরে,
আমি বসে আছি একা নিরবে
                     পথের প্রান্তরে।
তুমি পথ হতে নেমে, ক্ষণিক থেমে
                       হেটেছ মাঠের পথে
যে পথ গিয়াছে মিশিয়া ঐ
                        দূরের গায়ের সাথে।
আমি পথের প্রান্তে বসে চেয়েছি
                     সেই চেনা সুদূরে
তুমি অনন্যা চলেছ আনমনে
                     একা শীতের রদ্রুরে।
আমি চঞ্চল বালকের বেশে
                     ক্ষণিক কোমল হেসে
শান্ত প্রভাতে নিরব দৃষ্টি পাতি
                 সে দিকে গিয়াছি মিশে।
সরিষা ফুলের মাঝপথ ধরি
                    হলদে আভার শাড়ি পড়ি
তুমি যেতেছ ছুটিয়া বাধন টুটিয়া
                     সেই মাঠের প্রান্ত ছাড়ি।
আমি নিরবে বসি দেখিলাম
                       তোমার সে পথ চলা
যাহা ছিল এ মনে গোপনে
                    তাহা কভু হলনা বলা।
তোমারি পথ পাশে বহিয়া চলিছে
                        শীতের শান্ত নদী
সিগ্ধ কোমল কুয়াশার ভোরে
                         তারি জলধারা নিরবধি।
তোমারি পাশে আকাশে উড়িয়া চলিছে
                          শীতের ক্লান্ত পাখি
আমি শুধু সে সুদূরে নীরব মনে
                        পাতিয়া রেখেছি আঁখি।
আমি আনমনে বসে ভাবিলাম হায়
                          মনের সেসব গোপন কথা
তুমি দিয়ে গেল কেন অকারণে ভোরে
                          তোমার মনের ব্যথা ।


পথের প্রান্তরে
২৮/০১/২০২২