ওই আসিছে রমাদান কাননের পথ দিয়া,
হৃদয় শীর্ষ তনু জীর্ন সহস্র বৎস ব্যপিয়া।
              মোর হিয়া উতলে,
              একটি বানী দোলে,
সে বাণী আজ ধ্বনিছে হৃদয় মাঝারে জাগিয়া।
হৃদয়ের যত কালীমা আঁধার করি ছিল ঢাকা,
সকলের শত মুখবানী অবোধ করি ছিল রাখা।
            কারো বা অজানা কথা,
             কেহ বা জানে বারতা,
সেসব বারতা ভাংগি শুভ-দীন মেলেছে পাখা।


কবেকার কত গ্লানি করিছে হৃদয়ে আসা-যাওয়া,
আজিকের শুভ দিনে প্রার্থনা করি এই চাওয়া,
সিয়াম সাধনার মাঝে খুলি দাও শত পূর্ণের দ্বার,
অন্তরের যত পাপ তাপ ব্যভিচার করি-দাও বার।
প্রণয়ী হে আমি খোদা, লয়ে শত আশা-ভরসার দলে
আজি আসি দাড়ায়েছি, শহস্র পাপ লয়ে তোমার পদতলে।
                  জানি এই শুভদিনে,
                  এই প্রথম রমাদানে,
তুমি করিবে ক্ষমা আশ্রয় পাইবো তোমার হৃদয়তলে
প্রশান্তির নিত্যদিন কাটিবে ভাসিবে হৃদয় পূর্ণ বলে ।


কবিতা - রমদান
লিখা -#মুস্তাকিম
সময় - পহেলা রমজান ১৪৪৪ 🌺
            (২৪ মার্চ ২০২৩)
স্থান - টাংগাইল সদর ।